রাজারবাগ পুলিশ হাসপাতালে ৫২ জন পুলিশ সদস্যের প্লাজমা ডোনেট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে ৫২ জন পুলিশ সদস্যকে দ্বিতীয় দিনের মতো প্লাজমা ডোনেট করতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।
সকালে ৮টায় পুলিশ লাইন্স থেকে একটি বাসে করে তারা ঢাকার উদ্দ্যেশে রওনা হন। ট্রাফিক বিভাগের সিনিয়র পুলিশ সুপার নাজমুর রায়হান জানান, করোনা বিজয়ী ৫২ জন পুলিশ সদস্যকে প্লাজমা ডোনেট করতে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার আরো ৪০ জনসহ এ পর্যন্ত জেলার মোট ৯২ জন পুলিশ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়।




















