রাজশাহী-৩ আসনে একক প্রার্থী নিয়ে এগিয়ে জামায়াত, বেকায়দায় বিএনপি
- আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী -৩ আসনে একক প্রার্থী দিয়ে সুবিধাজনক অবস্থায় জামায়াত। আর তিন মনোনয়ন প্রত্যাশী নিয়ে অনেকটা বেকায়দায় বিএনপি। তবে তারা বলছেন, ১৭ বছরের ফ্যাসিবাদি শাসনে ধ্বংস হয়ে যাওয়া সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করছেন।
রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নিয়ে নির্বাচনী আসন রাজশাহী -৩ । আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তিনজন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদি শাসনে ধ্বংস হয়ে যাওয়া সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করছেন তারা।
সট ০১: অ্যাডভোকেট শফিকুল হক মিলন
আসনটিতে ভোটের লড়াইয়ে জয় পেতে মরিয়া জামায়াত ইসলামী। আগেই প্রার্থীতা নিশ্চিত হওয়ায় পুরোদমে প্রচারণা চালাচ্ছেন, কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য ও পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদ নির্মূলে সোচ্চার তরুণ ভোটাররা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারো প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র এমনই প্রত্যাশা তাদের।
ভোটাররা চান যোগ্য প্রার্থী। যিনি নির্বাচিত হয়ে কোন দল বা গোষ্ঠির নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবেন ।
আসনটিতে ভোটর সংখ্যা ৪লাখ ১৬হাজার ৯০৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ২লাখ ৭হাজার ৮০, মিহিলা ভোটার ২লাখ ৯হাজার ৮২৪ ও থার্ড জেন্ডার ৫জন।














