রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কার্যালয় সরগরম

- আপডেট সময় : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে চলছে ফুলের বাগান তৈরির কাজ। ধুয়ে মুছে পরিস্কার করা হচ্ছে পুরোভবন। পুরোদমে কাজ চলছে সংস্কারেরও। ফলে নির্বাচনকে ঘিরে এখন বেশ চাঙা রিটার্নিং অফিসারের কার্যালয়।
গেল প্রায় ৫বছর অভ্যন্তরীণ কাজ নিয়েই ছিলেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে সিটি নির্বাচনের তফশীল ঘোষণার পর এখন সরগরম হয়ে উঠেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ব্যস্ততা বেড়েছে সবারই। কেবল দাপ্তরিক কাজ-ই নয়, চলছে ফুলের বাগান তৈরি, ভবন সংস্কার ও ধোয়া-মোছার কাজও।
নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের আগেই সব ধরনের ছুটি বাতিল করেছে কমিশন। তাই অলস সময় কাটানোর আরে সুযোগও নেই। রাত-দিন নানা ধরনের কাজ চলছে নির্বাচন কার্যালয়ে।
নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক ব্যস্থার পাশাপাশি ভবনের সৌন্দর্যও বাড়ানো হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২১জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন। এখন চলছে মনোনয়ন দাখিলের কাজ।