রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বসন্ত বরণ উৎসব।
সকালে ফোকলোর চত্বরে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের পোশাক বৈচিত্র্যে ফুটে উঠে বসন্তের ছোঁয়া।গানের সুর, নৃত্য আর বাদ্যের ঝংকারে অভিবাদন জানানো হয় ঋতুরাজ বসন্তকে। বসন্তকে বরণ করতে উৎসবে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বেলা ১২টায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বসন্ত উৎসবে চারুকলা অনুষদের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা।





















