রাজশাহী রেলস্টেশনে ফিরতি অগ্রিম টিকিটের জন্য চলছে হাহাকার

- আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ঈদের পর কর্মস্থলে ফিরতে রাজশাহীর রেলস্টেশনে ভিড় করছেন টিকিট প্রত্যাশীরা। ফিরতি অগ্রিম টিকিটের জন্য চলছে হাহাকার। বুধবার ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম শেষ হলেও যাত্রীদের চাপ কমেনি।
‘ভ্রমণ যার/টিকিট তার’ -এই শ্লোগানে এবার ঈদের টিকিট বিক্রি শুরু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু তা সফল হয়নি। ঈদের ফিরতি টিকিট কাটতে অনেকেই ভিড় করছেন অন্যের জাতীয় পরিচয়পত্র নিয়ে। ফলে টিকিট প্রত্যাশীদের চাপ এখনো কমেনি কাউন্টারগুলোতে। বরাবরের মতো, একদিন আগেই কাউন্টারের সামনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই। এ অবস্থায় ঢাকামুখী আন্তঃনগর ট্রেনগুলোতে আরো বগি সংযোজনের দাবি জানিয়েছেন যাত্রীরা
এমন পরিস্থিতিতে অনেকটা অসহায় রেলওয়ে কর্তৃপক্ষ। চাহিদা মেটানোর মতো অতিরিক্ত বগিও প্রস্তুত নেই। তবে সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।
রেলপথসহ সড়কপথেও টিকিট সংকটের কারণে নির্ধারিত দিনে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে অনেকেই।