রাজশাহী রেলওয়ে কর্মকর্তাদের গড়িমসি ও নানা অব্যবস্থাপনা কোরবানীর পশু পরিবহন ট্রেনে

- আপডেট সময় : ০৬:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে মাত্র ১০০ গরু-ছাগল পরিবহনের জন্য লাখ টাকা খরচে স্পেশাল ট্রেন ঢাকায় পাঠালো রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় রাজশাহী স্টেশনে স্পেশাল ক্যাটল ট্রেনের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক। কিন্তু কর্মকর্তাদের গড়িমসি ও নানা অব্যবস্থাপনায় খুব একটা সাড়া ফেলেনি এই ট্রেন।
প্রান্তিক খামারিদের সুবিধার জন্য রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ট্রেনে কোরবানীর পশু পরিবহনের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার বিকেলে মাত্র ৮০টি গরু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেন। রাজশাহী থেকে ওঠে মাত্র ২০টি গরু ও ৭টি ছাগল। আরও কিছু পশু ওঠানো হয় বড়াল ব্রিজ স্টেশন থেকে।
ঈদের মাত্র ২/৩দিন আগে পশুবাহী ট্রেন চালু হলেও, কর্মকর্তাদের গাফিলতিতে সাড়া মেলেনি খামারিদের মাঝে। হাতে গোনা কয়েকজন ব্যাপারি এ সুযোগ নিয়েছেন।
নানা ভোগান্তি ও ট্রেনে ওঠানামায় ঝুঁকি থাকায় আগ্রহী হচ্ছেন না খামারিরা।
তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জানান, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সরকারি সুবিধা ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এই বিশেষ ট্রেন চালু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে বিশেষ ট্রেনটি চলাচল করবে সোমবার পর্যন্ত।