রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেটর সংকট ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের

- আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেটর সংকট ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এ হাসপাতালের বেডসংখ্যার অনুপাতে ১২০টি আইসিইউ ভেন্টিলেটর থাকার কথা। কিন্তু আছে মাত্র ২০টি। আবার তা পরিচালনার জন্য নেই পর্যাপ্ত জনবল। কর্তৃপক্ষ অবশ্য বলছেন, যা আছে তা দিয়েই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেয়া হয়েছে।
চলতি মাসেই করোনা সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে-এমন শংকা তাড়া করছে কমবেশি সবাইকে। তবে পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির এই সভা। সভা শেষে সিটি মেয়র জানান, চিকিৎসাব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, করোনায় কেউ মারা গেলে দাফনের জন্য মরদেহ নিজ এলাকায় না নিয়ে যাবারও সিদ্ধান্ত হয় এ সভায়। করোনা চিকিৎসায় সকল প্রস্তুতি যখন প্রায় শেষ, তখন চিকিৎসকদের দুশ্চিন্তায় ফেলেছে আইসিইউ ভেন্টিলেটর সংকট। নিয়ম অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০টি ভেন্টিলেটর থাকার কথা। কিন্তু আছে মাত্র ২০টি।
তবে সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, আপদকালীন পরিস্থিতিতে বিভিন্ন জেলা বা উপজেলা থেকে দক্ষ জনবল এনে কাজে লাগানো হবে। এদিকে,করোনা সংক্রান্ত জেলা কমিটির প্রধান বলছেন, সাধারণ মানুষ ঘর থেকে বের না হলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানা যেতে পারে। রাজশাহীতে করোনা ল্যাব চালুর পর গেল এক সপ্তাহে ১৩৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এ বিভাগে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয় নি।