রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় অভিযুক্ত অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানসহ সব অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিস্কার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে এই মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় শতাধিক নেতাকর্মী। বক্তব্য রাখেন, শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এ সময় তারা বলেন, গত ২৪ জানুয়ারি মাহফুজুর রহমান এক শিক্ষার্থীকে ছাত্রাবাসে বেড়াতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় তার বন্ধুরা ধর্ষণের ভিডিও ধারণ করে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এরপর গত ২৭ জানুয়ারি দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রী একটি মামলা দায়ের করে।