রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত রাজশাহী-২
- আপডেট সময় : ০৩:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০১ বার পড়া হয়েছে
রাজশাহী-২ সদর আসনটি রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। ইতোমধ্যেই এই আসনে মনোনয়নপত্র তুলেছে বিএনপি। এই আসনটিতে জয় পেতে মরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর দীর্ঘ ১৭ বছর পর আসন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি। তবে, এখনো প্রার্থীতা ঘোষণা করেনি এনসিপিসহ অন্য কোন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
তফসিল ঘোষণার পর সোমবার দুপুরে প্রথম মনোনয়ন উত্তোলন করেন রাজশাহী-২ সদর আসেনের বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনু। তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতারা বলেন, একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তবে, সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ তারা।
আসছে নির্বাচনে ভোটারদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহনের বিষয়ে আশাবাদী বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।
গুরুত্বপূর্ণ এই আসনে এবারই প্রথম জামায়াতে ইসলামী নির্বাচনে লড়বে। হঠাৎ করেই নির্বাচনের জন্য বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী। তিনি, সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। শক্ত অবস্থানে থাকবে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানান তিনি।
সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১১৫টি।























