রাজশাহীর মেয়র পদে নৌকার প্রার্থী লিটনের মনোনয়ন ফরম উত্তোলন
- আপডেট সময় : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
সকাল সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে লিটনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট।
এবার সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফরম তুলতে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যায় দলের একটি প্রতিনিধি দল। পরে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম কেনেন লিটনের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী। নির্বাচন কমিশনের নির্ধারিত কোডে মনোনয়ন ফরমের মূল্য হিসেবে ১০ হাজার টাকা জমাদানের ব্যাংক চালানের রশিদ দিয়ে মনোনয়ন ফরম নেন তিনি। রাজশাহী সিটি নির্বাচনে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ২৫ মে। ভোটগ্রহণ ২১ জুন।





















