রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজামুল ইসলাম খান অথেল হত্যা মামলায় একমাত্র আসামী সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপিকে গ্রেফতার করেছে রেব।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গনকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত আটটার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় রেব।রেব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, খেলার সময় শিশুদের মারামারির জের ধরে রবিবার বিকেলে নগরীর রাজারহাতা এলাকায় অথেলের সাথে কথা কাটাকাটি হয় হ্যাপির। এক পর্যায়ে অথেলকে পিটিয়ে আহত করে হ্যাপি। পরে রাজশাহী মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল হ্যাপি। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে হ্যাপি।










