রাজশাহীতে মোদি বিরোধী কর্মসুচি থেকে বাম গণতান্ত্রিক জোটের ১০ নেতাকর্মী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে মোদি বিরোধী কর্মসুচি থেকে বাম গণতান্ত্রিক জোটের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সমাবেশের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। এদিকে, কর্মসুচি থেকে নেতাকর্মীদের আটকের প্রতিবাদে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন বাম জোটের নেতারা। এসময় তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়ে সরকার মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে। তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন, অনুমতি ছাড়াই সমাবেশ করায় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা উল্টো পুলিশের ওপর চড়াও হওয়ায় আটক করা হয়েছে।
সিলেটে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে পুলিশের হামলা, ব্যাপক লাঠিচার্জ ও নারীকর্মীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।























