রাজশাহীতে ফেরা প্রবাসীদের বেশির ভাগেরই নাগাল পাচ্ছে না প্রশাসন

- আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে রাজশাহীতে ফেরা প্রবাসীদের বেশির ভাগেরই নাগাল পাচ্ছে না প্রশাসন। এমন কি শহর কিংবা গ্রামেগঞ্জে ছড়িয়ে বিদেশ ফেরতদের অবস্থান নিশ্চিত করা যায়নি। দেশে ফিরেই কেউ চলে গেছেন আত্মগোপনে, আবার কারো পাসপোর্টের ঠিকানায় গিয়ে খুঁজে পায়নি পুলিশ। ফলে লাপাত্তা হওয়া প্রবাসীদের নিয়ে দুশ্চিন্তায় প্রশাসন। তবে তাদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে আইন-শৃংখলাবাহিনী।
চীনসহ বিভিন্ন দেশে করোনা ধরা পড়ার পর আতঙ্কে দেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা। দেশের মাটিতে পা রেখেই তারা চলে যান নিজ নিজ গন্তব্যে। করোনা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠায়, নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই দেশে ফেরা প্রবাসীদের অবস্থান নিশ্চিত করতে দৌড়ঝাঁপ শুরু হয়। কিন্তু বেশির ভাগ প্রবাসীকেই খুঁজে পাচ্ছে না পুলিশ।
নিখোঁজ প্রবাসীদের সন্ধানে পেরেশান জেলা প্রশাসনও। তবে তাদের নিজ উদ্যোগেই সাড়া দেয়ার আহ্বান জানিয়ে পুলিশ বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানালেন জেলা প্রশাসক।
সিটি মেয়র বলছেন, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের অনেককেই মনিটরিংয়ে রাখা হয়েছে। কিন্তু যারা ধরা ছোঁয়ার বাইরে তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
পুলিশের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৫দিনে এক হাজার ৩০৮ জন প্রবাসী ফিরেছেন রাজশাহীতে । আর সিটি কর্পোরেশন এলাকায় ফেরা প্রবাসীর সংখ্যা আটশ’র বেশি। এদের অনেকেই হোম কোয়ারেন্টাইনের আওতায় আছেন।