রাজশাহীতে টিসিবি’র পণ্য কিনতে ভীড় জমানো মানুষ করোনা সংক্রমণ ঝুঁকিতে

- আপডেট সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে টিসিবি’র পণ্য কিনতে প্রতিদিন ভীড় জমানো মানুষ রয়েছেন করোনা সংক্রমণ ঝুঁকিতে।বাজারে নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় নিম্নআয়ের মানুষ জড়ো হচ্ছেন কম দামে পণ্য কিনতে।দীর্ঘলাইনে তারা দাঁড়াচ্ছেন ঠাসাঠাসি করে। কিন্তু মানছেন না স্বাস্থ্যবিধি। তাই ক্রেতাদের স্বাস্থ্যনিরাপত্তায় ট্রাকসেল পয়েন্টগুলোতে পুলিশ চেয়েছে টিসিবি।
করোনা সতর্কতায় সারাদেশে জনসমাগম নিষিদ্ধ। অথচ রাজশাহীতে এখনো ঘটা করে চলছে টিসিবি’র পণ্য বিক্রি।করোনায় ব্যবসায়ীদের কারসাজিতে হঠাৎ করেই বাজারে নিত্যপণ্যের দাম চড়া। তাই কম দামে পেঁয়াজ, তেল, ডাল ও চিনি কিনতে টিসিবির ট্রাকসেল পয়েন্টগুলোতে ভীড় জমাচ্ছেন নিম্নআয়ের মানুষ।কিন্তু মানা হচ্ছে না করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি।
টিসিবি’র সারিতে আসা মানুষের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সিটি কর্পোরেশন বা পুলিশকে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের।
এদিকে টিসিবি বলছে, ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকায় ভীড় জমছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে ট্রাকসেল পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েনে আরএমপিকে চিঠি দেয়া হয়েছে।
তবে শিগগিরই পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র।
মুজিববর্ষ উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য গেল ১৭ মার্চ থেকে শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রি। চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।