রাজশাহীতে জ্বালানি তেল নিয়ে চলছে অরাজকতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে জ্বালানি তেল নিয়ে অরাজকতা শুরু হয়েছে। নগরীর অনেক পাম্পেই এখন ‘পেট্রোল-অকটেন নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
আবার অনেক ফুয়েল স্টেশনে পেট্রোল থাকলেও অকটেন নেই। অকটেন থাকলে পেট্রোল নেই। উপজেলা পর্যায়ের পাম্পগুলোতে পেট্রোল-অকটেন কোনোটিই মিলছে না। অনেকেই কৃত্রিম সঙ্কট দেখিয়ে খুচরা পর্যায়ে বাড়তি দরে বিক্রি করছে। তবে, বর্তমানে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম। এতে জ্বালানি তেলের সঙ্কট দেখা দিয়েছে বলে জানান পাম্প মালিকরা। রাজশাহী পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, জেলার তালিকাভুক্ত ৪৮টি পাম্পে গত তিন মাস ধরে বিপিসি পর্যাপ্ত পেট্রোল-অকটেন সরবরাহ করছে না। ঈদুল ফিতরের ছুটিতে জ্বালানি তেলের সঙ্কট আরো বেড়েছে।