রাজশাহীতে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফরেনসিক ল্যাব
- আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফরেনসিক ল্যাব। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি পরিচালিত এ ল্যাবে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আলামত পরীক্ষা শুরু হয়েছে। এতে কমে আসবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা।
মামলায় জব্দ করা কোনো গুরুত্বপূর্ণ আলামত বৈজ্ঞানিক পদ্ধতিতে নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবের টেস্ট রিপোর্ট বিচার কাজের জন্য অপরিহার্য। কিন্তু এ কাজটির জন্য রাজশাহী ও রংপুর বিভাগের তদন্ত কর্মকর্তারা এতদিন ঢাকার একমাত্র ফরেনসিক ল্যাবের ওপরই নির্ভরশীল ছিলেন।
আঙ্গুলের ছাপের সাথে সন্দেহভাজন ব্যক্তির মিল আছে কিনা, তাও জানা যাবে এই ল্যাবে। দেশী-বিদেশী জাল নোট সম্পর্কেও নিশ্চিত হওয়া যাবে মেশিন স্পেকট্রাল কম্পারেটরের মাধ্যমে।
হাতের লেখা, বিতর্কিত ছবির আসল রূপ নির্ণয়, গাড়ি ও আগ্নেয়াস্ত্রের নম্বর মুছে ফেলা বা ট্রেড মার্কসহ যে কোনো ক্রমিক নম্বর বিকৃত করা হলে, ধরা পড়বে এখানে। পাশাপাশি করা যাবে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ সব ধরনের মাদকদ্রব্য এবং রাসায়নিক পরীক্ষার কাজ। এতে সহজে নিষ্পত্তি হবে মামলা। বলছেন ল্যাব কর্মকর্তারা।
এদিকে, সীমান্ত এলাকা হওয়ায় এ ল্যাবে পরীক্ষার জন্য মাদকদ্রব্যের আলামতই এ পর্যন্ত সবচে’ বেশি জমা পড়ছে।
৩ ফেব্রুয়ারি পুলিশ মহাপরিদর্শক এই বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন। তবে সিআইডির এই ল্যাবে এখনো ডিএনএ এবং সাইবার অপরাধের আলামত পরীক্ষার ব্যবস্থা নেই।






















