রাজশাহীতে খাদ্য গুদামের অনিয়ম-দুর্নীতি প্রকাশ্যে

- আপডেট সময় : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামের অনিয়ম ও দুর্নীতি প্রকাশ্যে আসার পর পচা চাল অপসারণ শুরু করেছে খাদ্য বিভাগ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি । তবে তদন্ত কমিটির উপর অনাস্থা প্রকাশ করেছে এলাকাবাসী। তারা বলছেন, তদন্ত কমিটির মাধ্যমে ধামাচাপা দেয়া হচ্ছে এই দুর্নীতির সাথে জড়িতদের। এলাকাবাসীর দাবি, খাদ্য বিভাগের কর্মকর্তাদের দিয়ে নয়, জেলা প্রশাসনে কর্মকর্তাদের নিয়ে গঠন করা হোক তদন্ত কমিটি।
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামের সীমাহীন দুর্নীতি–নিয়ে এসএ টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় । দুর্নীতির অভিযোগে তাৎক্ষনিক বরখাস্ত হন গুদামটির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এর আগে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে দুর্নীতি দৃশ্যমান হওয়ায় সিলগালা করে দেন ৩টি গুদাম। পচা চাল অপসারণ করে ঢোকানো শুরু হয়েছে ভাল চাল। তবে এতেই সন্তষ্ট নন এলাকাবাসী। তারা বলছেন, তদন্ত কমিটির মাধ্যমে দুর্নীতির সাথে জড়িত অন্য কর্মকর্তাদের বাঁচাতে প্রচেষ্টা চলছে।
এদিকে, রাজশাহীর নওহাটা খাদ্য গুদামেও ৩৬০ মেট্রিক টন চাল-জালিয়াতির অভিযোগ উঠেছে। নওহাটা থেকে ভবানীগঞ্জ খাদ্য গুদামে চাল স্থানান্তর করার সময় ভালো চাল বিক্রি করে পচা চাল ঢোকানো হয়েছে।
উপজেলা, জেলা কিংবা বিভাগীয় কর্মকর্তা, কেউই পারেননা এসব অনিয়মের দায় এড়াতে। অকপটে তা স্বীকার করলেন এই উপজেলা খাদ্য কর্মকর্তা।
তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত , কিছুই বলতে চান না জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক।