রাজশাহীতে কাঁচামালের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ

- আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে কাঁচামালের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ। করোনা সতর্কতায় বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বেচ্ছায় এগুলো তৈরি করে বিতরণ শুরু করে।কিন্তু এখন কিছু অসাধু ব্যবসায়ীচক্রের কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে বাজারে। তবে ব্যবসায়ীদের দাবি, করোনা পরিস্থিতিতে চাহিদা বাড়ায় হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান আইসো প্রোপাইল অ্যালকোহলসহ অন্যান্য কাঁচামালের দাম বেড়েছে বিশ্ববাজারেই।
করোনা সতর্কতায় নিম্নআয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। এজন্য কলেজের রসায়ন বিভাগের ল্যাবেই ১০হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ শুরু করেন নিজহাতেই। কিন্তু এখন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অন্যতম কাঁচামাল আমদানিনির্ভর আইসো প্রোপাইল অ্যালকোহল অথবা দেশীয় ইথাইল অ্যালকোহল বা রেক্টিফাইড স্পিরিটের তীব্র সংকট বাজারে। এ অবস্থায় থমকে তৈরির কাজ। তবে ঢাকা থেকে অ্যালকোহল আনিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে কাজ করছেন খোদ শিক্ষকরাই।
এদিকে, রাজশাহীতে সবার আগে নিজ উদ্যোগেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু করেছিল বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। কিন্তু বোতলের সংকটে এখানেও হ্যান্ড স্যানিটাইজার তৈরি এখন বন্ধের পথে।
তবে কাঁচামাল ব্যবসায়ীদের অজুহাত-বিশ্ববাজারে চাহিদা বাড়ায় বেড়েছে দামও। বিপজ্জনক করোনা ভাইরাসের বিস্তাররোধে কমদামে সবচেয়ে সহজ উপায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া। তবে এর কাঁচামালের কৃত্রিম সংকট সৃষ্টি করা কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।