রাজশাহীতে এই প্রথম আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে স্থাপন করা হয়েছে সেলিব্রেটি গ্যালারি

- আপডেট সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
একেকটি কক্ষে প্রবেশ করলেই চোখ আটকে যাবে বিস্ময়ে! মনে হতে পারে- দুনিয়া কাঁপানো রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্বের নামীদামী তারকারা দাঁড়িয়ে আছেন, ঠিক আপনার অপেক্ষাতেই। কিন্তু ঘোর কাটতেই বোঝা যাবে, তাঁরা ঠাঁই দাঁড়িয়ে। জীবন্ত নয়, শিল্পীর ভাস্কর্য হয়ে। রাজশাহীতে এই প্রথম আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে স্থাপন করা হয়েছে সেলিব্রেটি গ্যালারি।
মহাত্মা গান্ধী, মাদার তেরেসা, বিপ্লবী চে গুয়েভারা, প্রিন্সেস ডায়না, ডোনাল্ড ট্রাম্প, মাইকেল জ্যাকসন, শাকিরা, বিখ্যাত কমেডি সিরিজ থ্রি স্টুজেস-এর তিন মূল চরিত্র, বব মার্লে, অ্যাভাটার থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেরই ভাস্কর্য রয়েছে রাজশাহীর সেলিব্রিটি গ্যালারিতে। সবাই যেনো জীবন্ত হয়ে ধরা দিয়েছেন দর্শকদের চোখে।
প্রিয়ব্যক্তিত্ব ও কিংবদন্তী তারকাদের যেনো জীবন্তই কাছে পেয়েছেন ভক্তরা। তাইতো এমন বাঁধভাঙা উচ্ছ্বাস।
শিল্পী মৃণাল হকের মৃত্যুর দু’বছর পর তাঁর তৈরি ভাস্কর্যগুলো প্রদর্শনের জন্য এই গ্যালারি চালুর উদ্যোগ নেয় পরিবার।
কেবল দশর্কই নয়, চারুকলার শিক্ষার্থীদেরও এসব শিল্পকর্ম দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকরা।
ভাস্কর মৃণাল হকের অন্তত ৪০টি ভাস্কর্য স্থান পেয়েছে সেলিব্রেটি গ্যালারিতে।