রাজশাহীতে ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
সেনাপ্রধানের পক্ষ থেকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করে।এসময় জানানো হয়, পবিত্র ঈদ উল আযহার উপহার হিসেবে জেলার পবা, গোদাগাড়ী উপজেলা ও মহানগরীর শাহ মখদুম ও বোয়ালিয়া থানা এলাকায় ৫শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এর আগে করোনা পরিস্থিতিতে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ ১১ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।