রাজশাহীতে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ২২৬৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ কর্মী মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকরামুল হক ওরফে গুড্ডুর ডান পায়ে গুলি লেগেছে। প্রথমে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়। স্থানীয়রা জানায়, রাতে কাউন্সিলর মনিরুজ্জামানের সাথে তারিকুল ইসলাম তরিকের কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের সংঘর্ষে গুড্ডু গুলিবিদ্ধ হন। নগরীর বোয়ালিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দি জানান, ঘটনার পর রাতেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। তবে পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।