রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি : ওবায়দুল কাদের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
 - / ১৫৭৩ বার পড়া হয়েছে
 
আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি, এমন অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ে এ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। তারা জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম। তিনি বলেন, বিএনপি সব অপকর্ম ভুলতে চাইলেও জনগণ তাদের অতীত অপকর্ম ভুলে যায়নি। তারা এখন আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে।
																			
																		














