রাজপথে আন্দোলনের সূত্রপাত করেছে ছাত্রদল: মোশাররফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে বলে সরকারকে হুশিয়ারী দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেসক্লাবে ঢাকা উত্তর- দক্ষিণ বিএনপি আয়োজিত ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন। শ্রীলঙ্কার মতো অবস্থা দেখতে না চাইলে সরকারকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান তিনি। সরকার পতনে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। ছাত্রদলের উপর হামলা সরকারের উসকানিতে হয়েছে জানিয়ে তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সমাবেশে বক্তারা ছাত্রদলের উপর হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গ্রেফতারের দাবি জানান।