রাজনৈতিক সহিংসতা ও সংর্ঘষ রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করে অভিমত বিশ্লেষকদের

- আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কঠোর নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে মনে করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও এস এম এ ফায়েজ এস এটিভিকে দেয়া বিশেষ সাক্ষাতকারে এ সব কথা জানান। নির্বাচনের আগে সব রাজনৈতিক দল জনকল্যানকে অগ্রাধিকার দিয়ে সমঝোতায় আসবে বলে আশা করেন তারা।
নির্বাচন ঘনিয়ে এলেই রাজনীতির মাঠে দেখা দেয় সহিংসতা। দিন-দিন সংর্ঘষের ঘটনা বাড়তে থাকায় ভোটাধিকার নিয়ে নাগরিকের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচন না হলে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও সন্দেহ জাগে বলে উদ্বেগ জানান, বিশিষ্টজনেরা।
রাজনীতিবিদরা জনকল্যাণে নিয়োজিত। অথচ, নির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এটা জাতির জন্য হতাশাজনক বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আরেক সাবেক উপাচার্য এস এম ফায়েজ বলেন, সততার সাথে নির্বাচন কমিশন কঠোর থাকতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
প্রতিযোগিতা নয়, এখন সমঝোতার রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার সময় এসছে বলে মন্তব্য করেন তিনি। আর, সুষ্ঠু নির্বাচন দেখতে হলে রাজনীতিবিদদের ঐক্য ও একে অপরকে ছাড় দেয়ার মানসিকতা দরকার বলে জানান, আরেফিন সিদ্দিক।
রাজনৈতিক সহিংসতা ও সংর্ঘষ রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করে। সব রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানান তারা।