রাজনৈতিক ফায়দা লুটতে সরকারই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে খেলছে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জঙ্গী দমনের নামে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের লক্ষ্যে সরকার দেশকে প্রথমে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। এ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, সরকার রাজনৈতিক ফায়দা লোটার হীন উদ্দেশ্যে দেশের পূজামণ্ডপে বিশৃঙ্খলা তৈরীতে অসংখ্য দুর্বৃত্ত ভাড়া করে। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাকে সুকৌশলে দীর্ঘায়িত করতে দুই ধর্মকে অবমাননার মধ্য দিয়ে সরকার হিন্দু ও মুসলমানকে মুখোমুখি দাঁড় করিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ষড়যন্ত্র এখন জনগণের কাছে স্পষ্ট।
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের সময় কুমিল্লায় অপ্রীতিকর ঘটনা এবং সরকারের নানা মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা।
এ সময়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টে সরকারের মদদ রয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করেন অংশ নেয়া বিএনপির অন্য নেতারা।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার সাম্প্রদায়িক সহিংসতা ছড়াচ্ছে।
দেশে জঙ্গিবাদের উত্থান তৈরীর করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি বিএনপি মহাসচিবের।
দেশের পূজামন্ডপে আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তার অভাবকে দায়ী করে বিএনপি।