রাজনীতি নিয়ে মাথা না ঘামাতে ডিসি-এসপিদের সিইসির নির্দেশ

- আপডেট সময় : ০৮:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
নির্বাচনী মাঠে দলীয় কর্মী হয়ে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের কাজ না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দেশের সব জেলা প্রশাসকও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন রয়েছে। রাজনৈতিক প্রজ্ঞায় তা সমাধান হবে। রাজনৈতিক উদ্দ্যেশে কাউকে হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দেন কাজী হাবিবুল আউয়াল।
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর সারাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে এটাই প্রথম বৈঠক। উদ্দেশ্যে আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন,১৭ অক্টোবর জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে মতবিনিময়। এতে ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জননিরাপত্তা সচিবসহ নির্বাচন কমিশনাররা অংশ নেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের শেষে বা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
৪ ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার সভা শেষে জননিরাপত্তা বিভাগের সচিব জানান, ইসির নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদসহ সব নির্বাচনে পুলিশ ও প্রসাশন নিরপেক্ষ ভুমিকা পালন করবে।
পরে মতবিনিময় সভা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। বলেন, প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
রাজনৈতিক উদ্দ্যেশে নির্বাচনের সময় কাউকে হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দেয়ার কথা জানান তিনি।
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভাজন রাজনৈতিকভাবে সমাধানের প্রত্যাশা করেন সিইসি।
ইভিএম ব্যবহারে তৃনমুলের মানুষ স্বাচ্ছন্দবোধ করছে না জানিয়ে, এর জন্য প্রচার-প্রচারনা বাড়ানোর কথাও জানান কাজী হাবিবুল আউয়াল।