রাজনীতির মাঠে টিকে থাকতেই এখন নির্বাচন নিয়ে বিএনপি কথা বলছে : মাহবুবউল আলম হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাজনীতির মাঠে টিকে থাকতেই এখন নির্বাচন নিয়ে বিএনপি কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে বলে মনে করেন তিনি। কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের হানিফ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে না গিয়ে নিজেরাই সমাধান করা যায় বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কাজ রাজনৈতিক দৈন্যতার প্রকাশ বলেও মনে করেন তিনি। পরে- প্রয়াত, আহত ও অসুস্থ সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া চেক তুলে দেন মাহবুব উল আলম হানিফ।