রাজনীতির মাঠে এখন খেলছে আমলারা, আর লাইনে বসে খেলা দেখছেন রাজনীতিবিদরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনীতির মাঠে এখন খেলছে আমলারা, আর লাইনে বসে খেলা দেখছেন রাজনীতিবিদরা।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি খুলনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকারে আসবে, তাই তাদের মূল্যায়ন করা উচিত। এসময় কাদের আরো বলেন, পল্লীবন্ধু এরশাদের আমলে জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করেছেন আমলারা। কিন্তু এখন উল্টে গেছে সবকিছু। জনপ্রতিনিধিরা যদি দেশ পরিচালনা করতে না পারে তা সংবিধান পরিপন্থি।