রাজনীতিক চেয়ে আমলাদের কর্তৃত্ববাদ বেশি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজনীতিক চেয়ে আমলাদের কর্তৃত্ববাদ বেশি। আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদের কারণে থমকে যাচ্ছে উন্নয়নের গতি । বৃহস্পতিবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের-ডিজেএফবি’র সেমিনার, প্রকাশনা ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ অঞ্চলে রাজনীতিকদের তুলনায় আমলারা অনেক বেশি কর্তৃত্ববাদী। তাদের আহ্বান জানাই দেশে এসে বিনিয়োগ করার জন্য।কিন্তু তারা যখন বিমানবন্দরে নামেন তখন হয়রানির শিকার হন। তারা চান দ্রুত ইমিগ্রেশন, লাগেজ যাতে দ্রুত পান। এসব কাজে এখানে অনেক দেরি হয়। এছাড়া বিনিয়োগ করতে গিয়ে আমলাতন্ত্রের মধ্যে পড়ে যান। এরকম উদাহরণ আরও আছে। প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের বিনিয়োগের আহবান জানান। কিন্তু বিনিয়োগকারীরা এসে আমলাতন্ত্রের কাছে মার খান।