রাজধানীর হাটগুলোতে চলছে শেষ দিনের বেচা কেনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর হাটগুলোতে চলছে শেষ দিনের বেচা কেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে এসব হাটে বেচাকেনা। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দরদাম নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। তবে পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে।
হাটে এবার কুরবানির পশুর সরবরাহ অনেকটাই বেশী। এখনো নতুন করে পশুর গাড়ি নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা।এ সেছে ভারতীয় পশুও । কিন্তু গেলো কদিন ধরে যারা হাটে এসেছেন, তাদের অনেকেই বলছেন, পশুর মূল্য ভালো দিতে চাচ্ছেন না ক্রেতারা।পুরুষদের পাশাপাশি নিজের কুরবানির পশু কিনতে আসছেন নারীরাও। দাম নিয়ে বেশিরভাগ ক্রেতাই সন্তুষ্ট ।তবে বিপরীত কথাও বলছেন কেউ কেউ। হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি। তাই কিছুটা বেশি দামেই বেচাকেনা হচ্ছে এসব পশু। পাইকাররা বলছেন, গরুর খাবারের থেকে শুরু করে, বাজারে আনতে পরিবহন খরচ বেড়েছে।