রাজধানীর শুস্ক আবহাওয়া ও খরতাপ অব্যাহত থাকবে

- আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর শুস্ক আবহাওয়া ও খরতাপও অব্যাহত থাকবে। করোনার কারণে গত কয়েকদিনের অঘোষিত লকডাউন আর ঘাম ঝরানো গরমে তেমন কেউই প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। আবহাওয়া অধিদফতর বলছে, ৭ থেকে ৮ এপ্রিল কাল বৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই করোনার কারণে অঘোষিত লকডাউনে যানবাহনহীন রাজধানী পুড়ছে চৈত্রের খরতাপে। দিনের বেলায় ঘাম ঝরানো আবহাওয়া চলবে আরো কিছু দিন। এ ছাড়াও চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু জায়গা মৃদৃতাপ প্রবাহ বিরাজ করছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক ।
ঢাকার তাপমাত্রা এখন ৩৬ ডিগ্রী সেলসিয়াস, এ ধারাবাহিকতা এ সপ্তাজুড়ে অব্যাহত থাকতে পারে।তবে বাতাসে আদ্রতা কম হওয়ায় মানুষের অস্বস্তিও কম বলেও জানান আবহাওয়াবিদ ।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।