রাজধানীর বাজারে ১৫ টাকার আলুর কেজি এখন ৪৫ টাকায় উঠেছে
- আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে ১৫ টাকার আলুর কেজি এখন ৪৫ টাকায় উঠেছে। আর ৪০ টাকার কাঁচা মরিচের কেজি হয়েছে ২৪০ টাকা। সব ধরনের সবজির দাম ছুঁয়েছে প্রায় একশ’ টাকা কেজি। ক্রেতারা প্রতিকেজি সবজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা বেশী নেয়ার অভিযোগ করলেও বিক্রেতারা সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছে। এদিকে, ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধের ঘোষণায় ইলিশের পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দাম। গরু ও খাসির মাংস স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগী।
প্রতিনিয়ত বাজারে সবজির দাম বাড়ছেই। প্রতি কেজি সবজি ৮০ থেকে ৮৫ টাকা দরে রাজধানীর অন্যতম পাইকারি কারওয়ান বাজারে পাইকারী ব্যবসায়ীরা বিক্রি করছেন। ব্যবসায়ীরা সরবরাহের ঘারটি আর চাহিদা কমের অজুহাত দেখাচ্ছেন। এদিকে খুচরা বাজারেও সব ধরণের সবজি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশী নেয়ার অভিযোগ ক্রেতাদের। ক্ষুব্ধ ক্রেতারা বাজার নজরদারির দাবি জানিয়েছেন। ১৪ অক্টবর থেকে ইলিশ ধরা বন্ধ থাকায় ইলিশের দামও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কেজিতে একশ’ থেকে দেড়শ’ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরণের মাছের ।
গরু ও খাসির মাংস’র দাম স্থিতীশীল থাকলেও ব্রয়লার ১৫ টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর দেশীয় এবং কক মুরগীর দামও বেড়েছে কেজিতে ২০ টাকা । ভক্সপপ ২ ব্যবসায়ী । এ দিকে মশুরীর ডালের দাম কিছুটা বাড়লেও গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে চাল ও নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য ।



























