রাজধানীর দক্ষিণখানে দু’গ্রুপের সংঘর্ষে আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর দক্ষিণখানে দু’গ্রুপের সংঘর্ষে আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দক্ষিণখান থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জাপানি হান্নান নামে এক ব্যক্তির জড়িত থাকার খবর পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ বিস্তারিত জানা যাবে বলেও জানায় পুলিশ। তবে, স্থানীয়রা জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নানের বাড়ী ভাংচুর করে একটি গাড়ি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। নিহতের মরদেহ দক্ষিণখানের একটি হাসপাতালে রয়েছে।























