রাজধানীর কিছু এলাকায় ইফতারির বাজার জমতে শুরু করেছে

- আপডেট সময় : ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনার মাঝে রমজান উপলক্ষে রাজধানীর কিছু এলাকায় ইফতারির বাজার জমতে শুরু করেছে। সরকারী নির্দেশনা মেনে ইফতারি সরবরাহ করছেন দোকানদাররা। তবে আগের তুলনায় ক্রেতা কম বলে জানান তারা।আবার বাজার থেকে ইফতারি সংগ্রহ করতে পেরে ক্রেতারা খুশি হলেও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তাদের।
পুরান ঢাকার জমজমাট ইফতারী বাজারের ইতিহাস-ঐতিহ্য অতি পুরনো। রমজানের ইফতারিতে থাকে অসংখ্য খাবারের সমাহার। করোনা ভাইরাসের প্রভাবে সবাই ঘরবন্দী থাকায় এবারের মাহে রমজানের চিত্র একেবারেই ভিন্ন। শত বছরের পুরনো ঐতিহ্য ছন্দ হারিয়েছে অচেনা নগরীতে। সরকরি বিধি-নিষেধ মেনে কিছু দোকান খুললেও ইফতারি বিক্রিতে এবার নেই হাকডাক, নেই আগের মতো হরেক খাবারের পসরাও।
পুরনো ঢাকার বংশাল ও নাজিরাবাজারে ইফতারি আয়োজন কিছুটা জমলেও ক্রেতাদের উপস্থিতি কম বলে জানান ব্যবসায়ীরা।
ইফতারি বিক্রিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করে ভোক্তারা সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানান। ঢাকার অভিজাত বেইলী রোডের ইফতারি বাজার এবার জমে উঠতে পারেনি। তবে, নবাবি ভোজ ইফতারি সরবরাহ শুরু করায় খুশি অনেকে।
ভোজনবিলাসীদের চাহিদায় রকমারি ইফতারি সরবরাহের কথা তুলে ধরে বিক্রেতারা জানান, ভোক্তাদের সেবায় মানা হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা। এদিকে, করোনা মোকাবিলায় মসজিদে মুসল্লি আগমনে সরকার নিষেধাজ্ঞা দেয়ায় এবার মসজিদগুলোতে ইফতারীর আয়োজন বন্ধ হওয়ায় অসন্তোষ জানান ধর্মপ্রাণ মানুষেরা। রমজানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে করোনা থেকে মুক্তির আশা সবার।