রাজধানীতে বেড়েছে অধিকাংশ সবজির দাম
- আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে বেড়েছে অধিকাংশ সবজির দাম।
সপ্তাহের ব্যবধান বেশির ভাগ সবজির দাম বেড়েছে ৫-১৫ টাকা।
তবে বিক্রেতারা বলছেন,ঈদের কারনে ট্রাক পরিবহন বন্ধ থাকায় রাজধানীর সবজির বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে।
তবে,দু’ একদিনের মধ্যে স্বাভাবিক হওয়ার কথা জানান তারা।
ঈদের ছুটিতে রাজধানীর বাইরে বেশিরভাগ নগরবাসী। বাড়ি ফিরতে তাদের যাতায়াতে স্বাচ্ছন্দ্য আনতে গেলো ছয়দিন সবজিবাহী পণ্য বোঝাই ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়।
ফলে সরবরাহ কমে সব্জি সহ বাজারের সব ধরনের পণ্যের। গেলো সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে বেশির ভাগ সবজির।
কাচাঁ মরিচ ১৬০ টাকা, টমেটো ১৫০, বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
দাম বেড়েছে বাজারে থাকা অন্য সবজির। রাজধানী কাওরান বাজারে প্রতি কেজিতে সবজি ভেদে ৫-১৫ টাকা বাড়তি দরে বেচাকেনা হচ্ছে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবারাহ কম।
ফলে পাইকারি ব্যবসায়ীরা বাড়তি দর হাঁকছেন। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
ঈদের ছুটি শেষে স্বাভাবিক জীবনযাত্রায় বাজার আগের অবস্থায় ফিরবে জানালেন বিক্রেতারা।





















