রাজধানীতে অভিযানে দুই কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রাজধানীতে অভিযানে দুই কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্যাং এর সদস্যরা বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানায় পুলিশ। এদিকে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা সাইবার ক্রাইম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
অভিযানে দুটি কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতারের খবর জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন।
এসময় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ জানান, রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁন-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপের ৫ সদস্যকে আটক করা হয়। বলেন, গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
এদিকে ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
এর আগেও আসামী মামুন মিয়াকে ফেসবুক হ্যাক করার দায়ে একবার গ্রেফতার হয়েছিলো ।























