রাজধানীতে অবৈধ অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মোহাম্মদ জুয়েল মল্লিক আটক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
 - / ১৬২৪ বার পড়া হয়েছে
 
রাজধানীতে অবৈধ অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মোহাম্মদ জুয়েল মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সকালে রেপিড একশন ব্যাটালিয়ন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল মল্লিক দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর ডিওএইচএস-এর মানিপ্লান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করছিল। এ সময়ে সে অবৈধ অস্ত্র বহন করতো। গোপন সংবাদের ভিত্তিতে গুলি ও অস্ত্রসহ তাকে রাজধানীর সাগুফতা মোড় থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জুয়েল দাবি করে, শটগানটি তাঁর বাবার নামে বাগেরহাট থেকে লাইসেন্স করা হলেও সে নিজের কথা বলে অস্ত্রটি ব্যবহার করতো। আটকের পর তাকে রেব-৩ কার্যালয়ে নেয়া হয়েছে।
																			
																		














