রাজউক ইমারতের নকশা অনুমোদনে ৫০ হাজার থেকে দুই কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়
- আপডেট সময় : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক ইমারতের নকশা অনুমোদনে ৫০ হাজার থেকে দুই কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। ট্র্যান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এদিকে, টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এই গবেষণার তথ্য মনগড়া। তিনি সংস্থাটিকে এসব অভিযোগ না করে দুর্নীতি বন্ধে সহযোগিতার আহবান জানান।
২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ এর ডিসেম্বর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ– রাজউক নিয়ে গবেষণা করে টিআইবি। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্যক্তি পর্যায়ে নকশা অনুমোদনে ৫০ হাজার থেকে সাড়ে চার লাখ টাকা, রিয়েল এস্টেট ডেভেলপার পর্যায়ে দু’লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত রাজউক কর্মকর্তাদের ঘুষ দিতে হয়। ওই প্রতিবেদনে আরো বলা হয়। সরকারি এই প্রতিষ্ঠানটি ডেভেলপরা কোম্পানিতে পরিণত হচ্ছে।
সংবাদ সম্মেলনে এসব দুর্নীতিরোধে বেশ কিছু সুপারিশও তুলে ধরেছে সংস্থাটি। এদিকে, টিআইবির এই প্রতিবেদনের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি টিআইবিকে অনুমানভিত্তিক প্রতিবেদন প্রকাশ না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার কথাও বলেন শ ম রেজাউল করিম।























