রাজউকের লিজকৃত জমি নিয়ে করিম গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার

- আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর বরাদ্দ দেয়া জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির একাংশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মগবাজারের শেখ দিলু বেপারী টঙ্গি ডাইভারশন রোড রেলগেইট এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০১৭ সালের জানুয়ারিতে হাতিরঝিল প্রকল্প এলাকায় করিম গ্রুপ লিমিটেড কর্তৃক পরিচালিত ওয়াটার ট্যাক্সি সার্ভিস ও স্বনামধন্য চারটি রেস্টুরেন্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ সংলগ্ন (বড় মগবাজার মৌজা, আর এস দাগ নং- ১৮০৪, ১৮০৫) জায়গাটি চুক্তিকালীন ২০ বছরের জন্য ২০৩৬ সাল পর্যন্ত ব্যবহারের চুক্তি করেন। তবে সম্প্রতি শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির একটি পক্ষ দাবি তুলেছে করিম গ্রুপ লিমিটেডকে রাজউকের বরাদ্দ দেয়া জায়গাটি মসজিদের। আর দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে গত জুম্মার নামাজ শেষে মানববন্ধন করেছে মসজিদ কমিটি এবং আগামী সোমবারের মধ্যে করিম গ্রুপ লিমিটেডকে সেই জায়গা ছেড়ে দেয়ারও হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।
স্থানীয়রা জানান, মসজিদের জায়গা সামনের রাস্তা আর রেললাইনের চলে গেছে। আর পিছনের অংশটি রাজউক করিম গ্রুপকে বরাদ্দ দিয়েছে।
এদিকে মসজিদের জমি কতটুকু তা বলতে না পারলেও রাজউকের বরাদ্দের জায়গা মসজিদের বলে দাবি শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির সভাপতির।
২০১৭ সালে রাজউক এই জায়গাটি বরাদ্দ দেয় ২০ বছরের জন্য। জায়গাটি রাজউকের, এখানে করিম গ্রুপ লিমিটেড ভাড়াটিয়া। কারও কোনো সমস্যা হলে তাকে তো অবশ্যই রাজউকের কাছ থেকে বুঝে নিতে হবে বলে জানান করিম গ্রুপ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোরশেদুর রহমান বাবু।
এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।