রাঙ্গুনিয়ায় মোহাম্মদ ইউসুফের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নের বগাবিলির প্রবাসী মোহাম্মদ ইউসুফের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পার্কভিউ হাসপাতালের সামনে মানববন্ধনের আয়োজন করে রাজানগর ইউনিয়ন এলাকাবাসী। এসময় ইউসুফের স্বজন ও এলাকাবাসী জানান, এর আগে ইউসুফের ছোট ভাই ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু তৈয়বের উপরও একই কায়দায় হামলা করে সন্ত্রাসীরা। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে ইউসুফ ও আবু তৈয়বের স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতার আনার দাবি জানান তারা।










