রাঙামাটির সাজেকে ২দিন পর্যটক আগমনে নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচন উপলক্ষে ৬ এবং ৭ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের কটেজ-রিসোর্টগুলো বন্ধ থাকবে।
এ তথ্য জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেকে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই দু’দিন বন্ধ থাকবে সব ধরনের যানবাহন।তবে ভোটের কাজে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।










