রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ। নাসিম শাহ’র হ্যাটট্টিকে তৃতীয় দিন শেষে টেস্টের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৬ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৮৬ দরকার মমিনুলদের।
আবারো ব্যর্থ দুই ওপেনার। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ষোলকলা পূর্ণ করলেন সাইফ হাসান এবং তামিম ইকবাল। ২১২ লিড নিয়ে খেলতে নেমে দলীয় ৫৩ রানে দুই ওপেনারের বিদায়। ১৬ রানে সাইফ ও তামিম ইকবাল সাজঘরে ফেরেন ৩৪ রানে। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের ৭১ রানের জুটি ভাঙে শান্ত’র ৩৮ রানের বিদায়ে। এরপর তাইজুল ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন নাসিম শাহ। আগের ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিথুনও সুবিধা করতে পারেননি। ফিরেছেন গোল্ডেন ডাকে। দিন শেষে মুমিনুলের ৩৭ এবং লিটনের অপারিজত আছেন শূণ্য রানে। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ৪৪৫ রানে।