রাওয়ালপিন্ডি টেস্টকে সামনে রেখে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে মাঠে গড়াবে বহুল আলোচিত রাওয়ালপিন্ডি টেস্ট। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে আজ অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। একদিন বিশ্রাম কাটিয়ে আজ মাঠে ফিরছে টাইগাররা। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি থেকে যার দূরত্ব ৪৫ মিনিটের। এর আগে প্রথম দফার পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে এবার টাইগাদের মিশন টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর আগে পাকিস্তানের বিপক্ষে খেলা দশ টেস্ট ম্যাচের নয়টিতে হেরেছে বাংলাদেশ। অপর ম্যাচটি হয়েছে ড্র। হতাশা ভুলে এবার ঘুরে দাড়াতে মরিয়া মমিনুল হকের দল।