পাবনায় এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় রহস্যজনক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
পাবনায় আবারও এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে অজ্ঞাত এক যুবক ।
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ওই রুশ নাগরিকের নাম ইভানভ অ্যান্টন। রোববার রাতে বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্প গ্রিন সিটি ভবনের লিফটের সামনে ইভানভকে পড়ে থাকতে দেখে ডাক্তারকে খবর দেয়া হয়। ডাক্তার এসে তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক খুন হয়েছে। পুলিশ জানায়, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে, পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে।