রমজানের পঞ্চম দিনেও রাজধানীর বিভিন্ন সড়ক জুড়ে রয়েছে তীব্র যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
রমজানের পঞ্চম দিনেও রাজধানীর বিভিন্ন সড়ক জুড়ে রয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে অপেক্ষা করতে হয় কর্মমুখী মানুষদের। নির্ধারিত সময়ের পরে অফিসে ঢুকতে হয়েছে অনেককেই।
রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, আসাদগেট, ধানমন্ডি, তেজগাঁও, মহাখালী, ফার্মগেট, মগবাজার, কাকরাইল, বিজয় নগর, পল্টন, গুলিস্তান ও গুলশান এলাকার সড়কে তীব্র যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে অফিসগামীদের। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচলে ধীর গতি দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। রমজানের ট্রাফিক জ্যাম আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন অফিসগামী যাত্রীরা। তবে যান চলাচল গতিশীল ও স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।
















