রমজানের আগেই অস্থির নিত্যপণ্যের বাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৬৩ বার পড়া হয়েছে
রমজানের আগেই ময়মনসিংহে অস্থির হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। বাজারগুলোতে একের পর এক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বেকায়দায় সাধারণ মানুষ।
দফায় দফায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দিশেহারা অবস্থা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। বছরের শুরু থেকেই অস্থিরতা চলছে চাল, ডাল, তেল পেঁয়াজসহ মাছ-মাংসের বাজারে। ভরা মৌসুমেও অস্থির শীতকালীন সবজির বাজার। দাম বৃদ্ধির জন্য মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। এদিকে, রমজানে প্রতিদিন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।