রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতোমধ্যেই আকাশচুম্বি
- আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতোমধ্যেই আকাশচুম্বি। তবে ক্রেতাদেরএমন অভিযোগকে সত্যি নয় বলে দাবী করছেন
বিক্রেতারা। সকালে কারওয়ান বাজারের কিচেন মার্কেট মনিটরিং এর সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা জানান, নিত্যপণ্যের মূল্য তালিকার সাথে ক্রয়-বিক্রয়ের অসামঞ্জস্য পাওয়া গেলে সাথে সাথেই শাস্তির আওতায় আনা হয়েছে জড়িতদের।
রমজানের আগের দিনে শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাবিক্রিতে সব দোকান ছিলো সরগরম।
রমজানের কারণে কাঁচা সবজি দাম বেড়েছে ব্যাপক। প্রায় সব সবজির দামই দ্বিগুণ বলে অভিযোগ করেন ক্রেতারা।
রমজানের সাথে সংশ্লিষ্ট সবদ্রব্যের দামই উর্ধ্বমূখী । তবে গরুর মাংস আগের দামেই বিক্রি হচ্ছে, বলছেন মাংস বিক্রেতা।
বিক্রেতারা বলছে, রমজান উপলক্ষ্যে কোন পণ্যেরই দাম বাড়ে নি। নিত্যপণ্যের মূল্য তালিকার অসামঞ্জস্যের বিষয়টি অস্বীকার করেন তারা।
রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।










