রবীন্দ্রনাথের সাথে বঙ্গবন্ধুর স্বদেশ প্রেমের যোগসূত্র ছিলো: খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রবীন্দ্রনাথের সাথে বঙ্গবন্ধুর স্বদেশ প্রেমের যোগসূত্র ছিলো বলেই, দেশের মানুষ ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা লালনের মধ্যদিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। রবী ঠাকুর বাংলাদেশে এসে মানব সেবার পাশাপাশি স্বাধীনতার চেতনাও জুগিয়েছেন বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।