রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল যারা, তাদের হাত ধরেই এসেছিল স্বাধীনতা: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল যারা, তাদের হাত ধরেই এসেছিল স্বাধীনতা। তাদের সে ত্যাগ বৃথা যেতে পারে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো শহীদের রক্তে পাওয়া স্বাধীনতার মর্যাদা যে কোন মুল্যে রক্ষা করতে হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এস্ কথা বলেন।
ভাষা আর নিজ অধিকারের প্রশ্নে আপোষহীন যেসব সূর্য সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলা রাষ্ট্রভাষা, যাদের শ্রম আর রক্তে ২১ ফেব্রুয়ারী পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা তাদের স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আয়োজনে যোগ দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্লোগানে মুখর মিলনায়তন।
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভুমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে বারবার ইতিহাস থেকে মুছে ফেলতে ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা।শেখ হাসিনা বলেন, যারা রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল, স্বাধীনতার বীজ বপন করেছিল তাদের সে ত্যাগ বৃথা যেতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন জাতির পিতা, সেই জাতিকে উন্নত জীবন দেয়ার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ।বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে তা ধরে রাখতে হবে বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।