রওশন এরশাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে রাতে বাসায় ফিরতে পারেন তিনি।
শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খোন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। শরীরে পানিশূন্যতা দেখা দেয়ায় গেল রাতে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় রওশন এরশাদকে। তবে সুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শে আজ রাতে তিনি হাসপাতাল ত্যাগ করতে পারেন। প্রেস সেক্রেটারি জানান, রোজা অবস্থায় তীব্র গরমে রওশান এরশাদ পানি শূন্যতার কারণে গতরাতে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি নিজেই সিএমএইচে যান। হাসপাতালের যাওয়ার পর তার করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে।
























